চাঞ্চক্যর রাহাত হত্যা মামলায় সরকার দলীয় নেতারা খালাস

ছাত্রলীগ ও যুবলীগের সকলেই খালাস পেয়েছে। বৃহস্পতিবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক মামলার রায় ঘোষনা করেন।
খালাসপ্রাপ্তরা হলো সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম, শফিক উল্ল্যাহ মোনায়েম, শেখ মাসুদ উদ্দিন রানা, মোয়াজ্জেম হোসেন চুন্নু,আরিফুর রহমান সোহাগ, জসিমউদ্দিন, ছাত্রলীগ কর্মী খোকন, রিপন (১), মাকসুদ আলম রিপন, অজয় কর শংকর, তমাল মালাকার, দুলাল দাস দুলু, তারেকুজ্জামান তারা, সোহাগ (২), আলমগীর হোসেন বাচ্চু, চৌধুরী সুমন, প্রদীপ, ধোপা খোকন, কাইউম হোসেন মিল্টন, যুবলীগ নেতা পানামা ফারুক, মোস্তাফিজুর রহমান, কালা বিপ্লব, ইউসুফ আলী ও আবুল বাশার ।
জানা গেছে, শিল্প নগরী কাউনিয়া বিসিক এলাকার আব্দুল মান্নান খানের পুত্র রাহাত খান। সে বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করত। ২০০১ সালের ১৪ জুলাই বিকালে ফ্যাক্টরী থেকে বাসায় ফেরার পথে গুলিতে নিহত হয় রাহাত। এ ঘটনার পরের দিন  তার পিতা বাদি হয়ে ১২ জন চিহ্নিত ও অজ্ঞাতনামা বেশ কয়েক জনকে আসামী করে মামলা দায়ের করেন। ২০০২ সালের ২ সেপ্টেম্বর কোতোয়ালি থানার তৎকালীন উপ-পরিদর্শক আবুল খায়ের ২৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।