গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ঝাঁড়ু নিয়ে মানববন্ধন ও বিকেলে সংবাদ সম্মেলন করেছে। বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামি ৭২ ঘন্টার মধ্যে নবগঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন। অপরদিকে নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি ও তার সহযোগী সংগঠনের একাংশের নেতৃবৃন্দরা।
দুপুরে প্রেসক্লাব চত্বরে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সমর্থকেরা মানববন্ধন করেন। একইদিন বিকেলে আগৈলঝাড়া প্রেসক্লাবে উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়। সদ্যবিলুপ্ত বিএনপির সভাপতি আব্দুল লতিফ মোল্লার স্বাক্ষরিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই কমিটির সাধারন সম্পাদক এস.এম আফজাল হোসেন।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার বিভিন্ন পত্রিকার মাধ্যমে তারা অবগত হয়েছেন বরিশাল জেলা উত্তর বিএনপির সভাপতি মেজবাহ্ উদ্দিন ফরহাদ-এমপি’র বাসভবনে বসে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা হওয়ার কারনে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন করে আহবায়ক কমিটি গঠন করেছেন। ওই কমিটিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টুকে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তিনি আরো উল্লেখ করেন, বর্তমান কমিটির মেয়াদ শেষ না হতেই কোন অভিযোগ বা নোটিশ না দিয়েই সম্পূর্ন অগণতান্ত্রিক পন্থায় কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামি ৭২ ঘন্টার মধ্যে আহবায়ক কমিটি প্রত্যাহার করে পূর্বের কমিটি বহাল রাখার ঘোষনা না দিলে তারা কঠোর আন্দোলনের হুমকি দেন।
এর পূর্বে দুপুরে দলীয় নেতা-কর্মীরা বরিশাল জেলা উত্তর বিএনপির নেতৃবৃন্দের কুশপুতুল দাহ করার চেষ্টা করলে পুলিশের বাঁধার কারনে তা পন্ড হয়ে যায়। এ ঘটনার পর থেকে পুরো আগৈলঝাড়ায় উত্তেজনা ছড়িয়ে পরে।