বরিশালের মেঘনায় দু’জাহাজে ডাকাতি

উম্মে রুম্মান, বরিশাল ॥ বরিশাল ও ভোলা জেলার সিমান্তবর্তী মেঘনা নদীর মতিরহাট নামক স্থানে বৃহস্পতিবার গভীর রাতে সিমেন্ট তৈরির কাচামাল কিংকার্সবাহী দুটি জাহাজ এমভি গুলশান আরা এবং এমভি সোলায়মান শাম্মি নামের জাহাজে ডাকাতি সংঘঠিত হয়।  ডাকাতদের হামলায় জাহাজের ১০ শ্রমিক আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তিকরা হয়েছে ।

ডাকাতরা শ্রমিকদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল সেট, দূরবীন, ওয়্যারলেস সেট, ডিজেল, মবিল ও ব্যাটারিসহ প্রায় ২০ লাখ টাকার মালমাল লুটে নেয়। ডাকাতদের হামলায় আহতরা মেঘনার তীরবর্তী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছে ।  

এমভি গুলশান আরা জাহাজের মাস্টার মোঃ গোলাম মোস্তফা জানান, জাহাজটি গভীর রাতে মতিরহাটের  বিরবিরি বয়ানা নামক স্থান অতিক্রমকালে একটি মাছ ধরার ট্রলারে করে ১৫/২০ জনের একটি ডাকাত দল হামলা চালায়। ধারালো অস্ত্রধারী ডাকাতরা জাহাজে উঠে শ্রমিকদেরকে এলোপাতারি মারধর শুরু করে। এতে জাহাজের প্রায় সকলেই আহত হয়। তবে আহত ৩ জনের অবস্থা গুরুতর। এমভি গুলশান আরায় ডাকাতি শেষে তারা এই জাহাজের পিছনে থাকা এমভি সোলায়মান শাম্মি নামক জাহাজে হানা দেয়। ওই জাহাজের স্টাফদেরকেও মারধর করে তারা মূলবান মালামাল লুট করে। ডাকাতদের হামলায় ওই দুই জাহাজের সবাই কমবেশি আহত হয়েছে। জাহাজ দুটি সিমেন্ট তৈরির কাচামাল কিংকার্স নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো বলে জানান মাস্টার মোস্তফা।

এ ব্যাপারে মেহেন্দীগঞ্জ থানার ওসি ডাঃ জুলফিকার মোঃ গাজ্জালী জানান, এখন পর্যন্ত থানায় কেউ  কোনো অভিযোগ দেয়নি। তাই ডাকাতির ঘটনা জানেন না তারা। তবে বিষয়টি খোঁজ নিয়ে  দেখবেন।