শাবিতে শিক্ষা দিবস উপলক্ষে ছাত্রদলের মিছিল

মুহাম্মাদ রিয়াজ উদ্দিন, শাবি ॥ শিক্ষা দিবস উপলক্ষে জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার উদ্যোগে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি গতকাল দুপুর ১২টায় কদমতলা পয়েন্ট থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সভাপতি রিয়াজ মুহাম্মদ খানের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক যোগেশ দাস। সমাবেশে বক্তারা বলেন, তৎকালীন সৈ¦রশাসক আইয়ুব খানের সময় গঠিত এস এম শরীফ কমিশন নামের অবৈজ্ঞানিক, উৎপাদনবিমুখ ও শিক্ষার বাণিজ্যিকীকরণের একটি গণবিরোধী শিক্ষানীতি গঠন করা হয়। সেই শিক্ষানীতিতে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বলা হয় “শিক্ষা সস্তায় পাওয়া যাবেনা, শিক্ষাখাত হল একটি বিনিয়োগের ক্ষেত্র, অবৈতনিক শিক্ষার ধারণা বস্তুত বাস্তব ও কল্পনাজাত, যে সন্তানের পিতার টাকা আছে তার জন্যই শিক্ষা গ্রহণের সুযোগ থাকবে।” গণবিরোধী এই শিক্ষানীতি বাতিলের দাবিতে এদেশের প্রগতিশীল ছাত্রসমাজ সে দিন দূর্বার ছাত্রআন্দোলন গড়ে তোলে ছাত্রদের আন্দোলনের সাথে  সেদিন যোগ দিয়েছিল কারখানার শ্রমিক, কৃষক, বুড়িগঙ্গা নদীর মাঝি ও আপামর জনতা। ছাত্রদের এই আন্দোলনকে দমনের জন্য সৈ¦রশাসক আইয়ুব খান সরকারের পুলিশ, আর্মি গুলি করে হত্যা করেছিল মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাকে এবং আহত হয় আরও অনেকে। কিন্তু ছাত্রদের দূর্বার আন্দোলনের মুখে সরকার গণবিরোধী ওই শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয়। বক্তারা আরো বলেন-বর্তমানেও এদেশে সা¤্রাজ্যবাদের মদদে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া দালাল সরকার গুলোর কারণে শাহীদের রক্ত আজ বৃথা যেতে বসেছে । বর্তমান সরকারও সা¤্রাজ্যবাদী সংস্থা বিশ্ব ব্যাংক, আইএমএফ, এডিবি’র স্বার্থে প্রণয়ন করতে যাচ্ছে শিক্ষা বাণিজ্যিকীকরণের একটি গণবিরোধী শিক্ষানীতি। বক্তারা বলেন বর্তমান সরকার যে শিক্ষানীতি চালু করতে যাচ্ছে আইয়ুব খানের শিক্ষানীতির সাথে এর মৌলিক কোন পার্থক্য নেই। শিক্ষা সংকোচন, শিক্ষাকে পণ্যে রূপান্তর, ধর্মনিরপেক্ষতার আদলে ধর্মীয় সাম্প্রদায়িক ও প্রতিক্রিয়াশীল শিক্ষাকে উৎসাহিত করা হচ্ছে। বৃটিশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছে সবগুলোই করা হয়েছে সা¤্রাজ্যবাদের স্বার্থে, এদেশের মানুষকে কেরানী বানানোর শিক্ষা নীতি। তাই গণমুখী ও বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হলে প্রয়োজন বিপ্লবী ধারার দূর্বার ছাত্র আন্দোলন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি  প্রদীপ দত্ত, সহ-সাধারণ সম্পাদক মিঠুন গোস্বামী , প্রচার সম্পাদক এস আর সজীব, মুরাদ রহমান  প্রমুখ।