গৌরনদী সংবাদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় রবিবার বিকেলে হিন্দু ধর্মের বিশ্বকর্মা পূঁজা উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পয়সারহাট নদীতে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগীতাকে কেন্দ্র করে নদীর দু’পার্শ্বে হাজার-হাজার লোকের সমাগম ঘটে। এছাড়াও যথাযথ ধর্মীয় ভাব গাম্ভির্য্যরে মধ্য দিয়ে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার হিন্দু ধর্মের লোকজনদের ব্যবসা প্রতিষ্ঠানে ও বিভিন্ন বাড়িতে বিশ্বকর্মা পূঁজা অনুষ্ঠিত হয়েছে।