খোন্দকার কাওছার হোসেন : জনস্রোত দেখেই বোঝা যাচ্ছে গণআন্দোলন শুরু হয়ে গেছে। কঠোর ও কঠিন আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদা জিয়া ও তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল রোববার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব প্রমুখ।
আগামী ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার পল্টন ময়দানে ডাকা জনসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমাহীন ব্যর্থতা নিয়ে এ সরকারের ক্ষমতায় থাকার আর কোন নৈতিক অধিকার নেই। আন্দোলন অলরেডি শুরু হয়ে গেছে। এখন আমাদের উচিৎ এ আন্দোলনকে বেগবান করে সরকারের পতন ত্বরান্বিত করা।
সরকার ২৭ সেপ্টেম্বরের সমাবেশে কোনপ্রকার বাধা সৃষ্টি না করে গণতান্ত্রিক অধিকার চর্চায় বিরোধী দলকে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, অন্যথায় বিরোধী দল হিসেবে যা যা করণীয় তা আমরা করবো।
ফখরুল বলেন, পাহাড় প্রমাণ প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে সরকার কোন প্রতিশ্রুতিই পূরণ করতে পারেনি। আড়াই বছরেই প্রমাণ হয়েছে তারা সবদিক দিয়েই ব্যর্থ। এ ব্যর্থতাকে আড়াল করতেই তারা নানামুখী উদ্যোগ ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু জনগণ তাদের এই অসৎ উদ্দেশ্য কখনো সফল হতে দেবে না। খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন-সংগ্রাম শুরু হচ্ছে তাতে জনগণেরই জয় হবে।
সমাবেশ শেষে একটি মিছিল, নাইটিংগেল মোড়, বিজয়নগর, পুরানা পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল হয়ে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।