নিজস্ব সংবাদদাতাঃ সারাদেশে জামায়াত ক্যাডারদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে বরিশালের গৌরনদীতে মুক্তিযোদ্ধা ও ছাত্রলীগের উদ্যোগে পৃথক ভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে বিকেল চারটায় এবং উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে বিকেল ৫ টায় বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমান্ডার মোঃ আলাউদ্দিন বালী, সহকারী কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, আব্দুল হক ঘরামী প্রমুখ। গৌরনদী বাসষ্ট্যন্ডস্থ ছাত্রলীগ কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাধারন সম্পাদক নয়ন শরীফ, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, ছাত্রলীগ নেতা সুমন মাহমুদ প্রমুখ।