আর্কাইভ
বরিশালে মাথায় কাফনের কাপর বেঁধে বিনিয়োগকারীদের বিক্ষোভ

শাহীন হাসান, বরিশাল ॥ অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংক গভর্ণরের পদত্যাগের দাবীতে বরিশালের শেয়ার বিনিয়োগকারীরা আজ মঙ্গলবার মাথায় কাফনের কাপর বেঁধে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ব্রোকার হাউজ স্টক বন্ড, এম সিকিউরিটিজ, ডিএসএস’র শতাধিক বিনিয়োগকারী আজবেলা ১২টায় বিবির পুকুরের সামনে মিছিল বের করে। মিছিলকারীরা দক্ষিণ সদর রোড কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সমাবেশ করে। বরিশাল ক্ষুদ্র বিনিয়োগকারী ফোরামের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের সভাপতি আহমেদ আলী বলেন, সরকারের গাফিলতির কারনে দেশের ৩৪ লাখ বিনিয়োগকারী আজ পথে বসতে শুরু করেছে। প্রতিদিন সূচকের ধ্বসে নিঃস্ব হচ্ছেন তারা। এ অবস্থার উত্তরনে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংক গভর্নর’র পদত্যাগ দাবী করেন তিনি।