বরিশাল বিআরটিসি ডিপোতে আসছে ২০ নতুন বাস – সিটি সার্ভিস চালুর উদ্যোগ

শাহীন হাসান, বরিশাল ॥ বরিশাল বিআরটিসি ডিপোতে আরো ২০টি নতুন বাস আনা হচ্ছে। এছাড়া নগর সার্ভিসে বিলুপ্ত হওয়া ডাবল ডেকার বাস আবার চালু ডাবল ডেকার বাসকরার উদ্যেগ নেওয়া হয়েছে। বিআরটিসি’র ডিপো ম্যানেজার (ভারপ্রাপ্ত) আঃ রহিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিআরটিসি নতুন ২০০ বাস ক্রয় করছে। ওই বাস থেকে ২০টি বাস বরিশাল ডিপোতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ। তিনি জানান, আমদানী করা বাসগুলো চলতি মাসের শেষ সপ্তাহে দেশে পৌছবে। বিআরটিসির প্রধান কার্যালয়ের দাপ্তরিক কাজ শেষে ওই বাস বরিশাল ডিপোতে পৌছতে পারে অক্টেবারের দ্বিতীয় সপ্তাহের মধ্যে।

এছাড়া ২০০৫ সালে বরিশালে বন্ধ হয়ে যাওয়া বিআরটিসির ডাবল ডেকার টাউন বাস সার্ভিস আবারও চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুত্র জানায়, ডাবল ডেকার বাস চালু করার জন্য যোগাযোগ মন্ত্রাণালয়ের সচিব বিআরটিসি চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন। বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরণ ইতিমধ্যে বিআরটিসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন। শিগগিরিই ডাবল ডেকার বাস বরিশাল ডিপোতে দেওয়া হবে বলে ম্যানেজার আব্দুর রহিম জানিয়েছেন।