শাহীন হাসান, বরিশাল ॥ ঝালকাঠির রাজাপুরের গালুয়া দূর্গাপুর এলাকায় ব্যবসায়ী ছালাম হাওলাদারের বাড়িতে গত সোমবার রাতে একদল সসস্ত্র ডাকাতদল অস্ত্রে মুখে সকলকে জিম্মি করে নগদ টাকাসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। ব্যবসায়ী ছালাম হাওলাদার জানায়, রাত আনুমানিক ১ টার দিকে দশ বারো জনের একটি দল সিঁদ কেটে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সকলকে বেঁধে মারধর শুরু করে। পরে ঘরের লোকজন বাধ্য হয়ে নগদ ২০ হাজার টাকা ও প্রায় ৫ ভরি ওজনের স্বর্ণালংকার বের করে দেয়।