শাহীন হাসান, বরিশাল ॥ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া নদী পাড়াপাড় নিয়ে যাত্রীর আঘাতে নিখোঁজ নৌকার মাঝি শাহজাহান সরদার (৫৫) লাশ আজ মঙ্গলবার উদ্ধার করেছের কাঁঠালিয়া থানা পুলিশ। কাঁঠালিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮ টায় আমুয়া বন্দরের হালতা নদীর চর থেকে নিখোঁজ মাঝির ভাসমান লাশ উদ্ধার করা হয়। কাঠালিয়া থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জানিয়েছেন, লাশ ময়না তদন্তের জন্য মঙ্গলবার দুপুরেই ঝালকাঠি মর্গে প্রেরন করা হয়েছে।
আমুয়ায় নদী পাড়াপাড় নিয়ে গত রবিবার রাতে যাত্রী এবায়দুল (২৫) সাথে খেয়া নৌকার মাঝি শাহজাহান সরদার (৫৫) সাথে বাক বিতন্ডা হয়। এক পর্যায় যাত্রী ওবায়দুল ক্ষিপ্ত হয়ে নৌকার বৈঠা নিয়ে মাঝি শাহজাহানের মাথায় আঘাত করলে সে নদীতে পড়ে নিখোঁজ হয়।