ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠি শহরের বিভিন্ন এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে কমপক্ষে ২০জন আহত হয়েছে। বুধবার সকাল থেকে কুকুরটি দ্রুত দৌড়ে শহরের বিভিন্ন প্রান্তের স্কুল শিক্ষার্থী, নারী-পুরুষ ও একজন প্রতিবন্ধী নারীকে কামড়িয়ে আহত করেছে। আহতদের মধ্যে ময়া রানী শীল (৭০) নামের এক মহিলাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝালকাঠি সদর হাসপাতালে বুধবার সকাল ১০টা পর্যন্ত পৌর সভার ঝাড়ুদার ডলি (৩০) শিশু জয়া (১০) আজিজা (১০) রেনু বালাসহ (৬০) ৭জন চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতালের ব্রাদার নজরুল ইসলাম জানিয়েছেন। এছাড়া শহরের ক্লিনিক ও বিভিন্ন ডাক্তারের নিকট চিকিৎসা নিয়েছে অপর আহতরা। বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে প্রায় ২০জন রোগিকে কামড়িয়েছে কুকুরটি।
নিয়মানুযায়ী প্রতি বছর কুকুরের প্রজনন মৌসুমের আগে কুকুর নিধন অভিযান পরিচালনার কথা থাকলেও সাবেক মেয়র ও বর্তমান মেয়রের সময়ে কুকুর নিধনের উদ্যোগ নেয়া হয়নি। ফলে শহরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে আতংক বিরাজ করছে। বুধবার শহরের সকলের কাছে কুকুরের কামড়ের ঘটনা টক অব দ্যা টাউনে পরিনত হয়। ঝালকাঠি পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম জানিয়েছেন, গত মাসের ২৫ তারিখের সভায় কুকুর নিধনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে খুব শীঘ্রই অভিযান সফল করার কথা তিনি জানিয়েছেন।