নিজস্ব সংবাদদাতাঃ কঠোর নিরাপত্তা ও শান্তি শৃংখলার মধ্যে দিয়ে বরিশালের আগৈলঝাড়া শহীদ আ. রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের অভিভাবক নির্বাচন আজ বুধবার সম্পন্ন হয়েছে। সকাল ৯ টা থেকে ৩ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৪ শ ৩৬ জন। এতে ৭শ ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মাত্র ৭ ভোট বাতিল হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দ্বায়ীত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে যাদব মজুমদার ৪শ ২৪ ভোট, পরেশ রায় ৩শ ৮০ ভোট, হারুন-অর-রশিদ ৩শ ৯ ভোট পেয়ে সরকারীভাবে ঘোষিত ফলাফলে নির্বাচিত হয়েছেন।
সংশ্লিষ্টসূত্র মতে, সদর কলেজ অভিবাবক নির্বাচনে ১০ টি মনোনয়নপত্র বিক্রি হলেও ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যার সবগুলোই বৈধ বলে বিবেচিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন-আবুল বাশার হাওলাদার, কমল কৃষ্ণ দাস শংকর, ড.নীল কান্ত বেপারী, পরেশ রায়, মো. হারুন-অর-রশিদ, সহদেব বাড়ৈ সুখরঞ্জণ, শুখেন্দু বিশ্বাস মন্ডল ও যাদব মজুমদার।