সরকারি গৌরনদী কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পান্টা ধাওয়া

নিজস্ব সংবাদদাতাঃ আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে আজ বুধবার দুপুরে বরিশালের সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ গেটে ছাত্রলীগের দু’ গ্রুপের মধ্যে ধাওয়া-পান্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগ নেতা রায়হান ফকিরকে বেধড়ক পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ ছাত্রলীগ নেতারা। গুরুতর আহত অবস্থায় তাকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কলেজ শিক্ষার্থীরা জানায়, আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগ নেতা শাওন, সাগর গ্রুপের সাথে  অপর ছাত্রলীগ নেতা তাইজুল, বেল্লাল গ্রুপের মধ্যে একাধিকবার হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাইজুল, বেল্লাল, সবুজের নেতৃত্বে ছাত্রলীগের ৮/১০ জন নেতা ও ক্যাডার কলেজ গেটে  ছাত্রলীগ নেতা শাওন, সাগর গ্রুপের সমর্থক রায়হান ফকিরের উপর হামলা চালায়। রায়হানকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে তারা। এ খবর জানাজানি হলে রায়হানের সমর্থকরা পাল্টাহামলা চালায়। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পান্টা ধাওয়া হয়। খবর পেয়ে গৌরনদী থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে গৌরনদী একটি মামলা দায়ের করা হয়েছে।