আগৈলঝাড়ার আলোচিত বাবুল বাহাদুর হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা ॥ অভিযোগ প্রমানিত হওয়ায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার আলোচিত বাবুল বাহাদুর হত্যা মামলায় দু’সহদরসহ ৫ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাস করে কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

একই সাথে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলার অপর ৯ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। আজ বুধবার বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনাকালে দন্ডপ্রাপ্তদের মধ্যে দু’জন উপস্থিত ছিলো। এরা হলো-মামুন মোল্লা ও আব্দুল হক ভাট্টি। পলাতক দন্ডপ্রাপ্তরা হলো-সুমন মোল্লা, জালাল সরদার ও মনির ভাট্টি। খালাসপ্রাপ্তরা হলো-মনির মোল্লা, ফারুক বাহাদুর, শাহাদাত, এমদাদুল, ওমর ভাট্টি, ছালাম ভাট্টি, খসরু বাহাদুর, জালাল ভাট্টি ও পলাশ।

আদালত সূত্রে জানা গেছে, ২০০১ সনের ২২ অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনোত্তর সহিংসতার ঘটনা ঘটে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁত্রিশিয়া গ্রামে। ওইসময় বাগধা ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান নূর হোসেন বাহাদুরের ছোট ভাই যুবলীগ নেতা বাবুল বাহাদুরকে পিটিয়ে এবং অন্ডকোষ চেপে হত্যা করে পানিতে ফেলে দেয় দন্ডপ্রাপ্ত আসামি বিএনপির ক্যাডাররা।

এ ঘটনায় ওই দিনই (২২ অক্টোবর) চেয়ারম্যান নূর হোসেন ১৮ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০০৬ সনের ২৮ জুন ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার অভিযোগ পত্র জমা দেন সিআইডি’র তৎকালীন পরিদর্শক ইউসুফ সিদ্দিকী। পরে আদালতে ৩০ জনের মধ্যে ২০ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে এ রায় ঘোষনা করেন।