আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতিকে অভিনন্দন

ওমর আলী সানি, আগৈলঝাড়া ॥ আগৈলঝাড়া উপজেলা সদরের  শহীদ আব্দুর রব সেরনিবাত  ডিগ্রী কলেজের  গভর্ণিং বডির অভিভাবক প্রতিনিধি সদস্য নির্বাচনে আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি সরদার হারুন রানা নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গৌরনদী ডট কমের সম্পাদক, প্রকাশকসহ সকল কলাকৌশলী ও শুধানুধ্যায়ীরা।

পূর্বের নির্বাচনি তফসিল অনুযায়ি ২১ সেপ্টম্বর  বুধবার  ছিল নির্বাচনের নিধারিত তারিখ। সাকাল ৯ টা থেকে বিকাল ৩ টা প্রর্যন্ত এক টানা ভোট গ্রহন করা হয়। কলেজে  ১৪৩৭ ভোটের  মধ্যে ৭৫৭ ভোট কাউন্ট হয়। নির্বাচনে ৮ জন অভিভাবক প্রতিদ্বন্দ্বিতা করেন।  প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীরা হলেন আবু বাসার হাওলাদার, কমল কৃষ্ণ দাস,  নিলকান্ত বেপারি, পরেশ রায়, মোঃ হারুন আর রশিদ, সহদেব বাড়ৈ, সুখেন্দু বিশ্বাস মন্ডল, যাদব মজুমদার। প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের মধ্যে ৮ নং প্রার্থী যাদব মজুমদার ৪২৪ ভোট পেয়ে প্রথম, ৪ নং  প্রার্থী  পরেশ রায় দ্বীতিয়, ৫ নং প্রার্থী   আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মোঃ হারুন আর রশিদ তৃতীয় স্থান অধিকার করেন। নির্বাচনে  প্রিজাইডিং অফিসারে দায়ত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার  মোঃ আবুল হোসেন।

নির্বাচন শেষে ভোট গননার পরে ফলাফল ঘোষনার পূর্বে বক্তব্য রাখেন  সকলার শহীদ আব্দুর রব সেরনিবাত  ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এসএম হেমায়েত উদ্দিন। তিনি নির্বাচনে  অংশ গ্রহন কারি  প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের সহ নির্বানে আইন শৃংখলায় নিয়োজিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। শান্তি পুর্ন ভাবে এ নির্বাচন  সম্পান্ন হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর পরে ফলাফল ঘোষনা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসারে।