উম্মে রুম্মান, বরিশাল ॥ বরিশালে আয়কর মেলা থেকে ২৩ লাখ ৫৭ হাজার ৯৪৪ টাকা কর আদায় হয়েছে। প্রথম ৪ দিনে এ মেলায় রিটার্ন দাখিল করেছেন ৯২২ জন করদাতা। নতুন টিআইএন অন্তর্ভূক্ত হয়েছেন ৯৬৭ জন। কর প্রদানকারীদের মধ্যে বেশিরভাগই চাকরিজীবী।
দেশের অন্যান্য বিভাগীয় শহরের মতো বরিশাল নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে ১৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কর মেলার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড। করদাতাদের আয়কর প্রদানে উৎসাহিত করা ও মেলার মাধ্যমে সহজে আয়কর প্রদান ও আয়কর সম্পর্কিত তথ্য জানানোর জন্য এ মেলার আয়োজন করা হয়।
এ ব্যাপারে সহকারী কর কমিশনার রিপন শাহরিয়া জানান, সকলের কাছে কর প্রদানের আহ্বান পৌঁছে দেয়াই আয়কর মেলার মূল উদ্দেশ্য। তিনি বলেন, কর মেলায় এসে অনেকেই আগ্রহ করে কর প্রদান করছেন। আগামী ২২ সেপ্টেম্বর এ মেলার সমাপনী।