নিজস্ব সংবাদদাতাঃ কালের কন্ঠের তানোর প্রতিনিধি টিপু সুলতানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন, আহসান উল্লাহ, গৌরনদী ডট কমের সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাংবাদিক সুশীল জয়ধর, তৌহিদী মাহমুদ তুহিন, বিশ্বজিৎত সরকার বিপ্লব, মনীষ চন্দ্র বিশ্বাস প্রমুখ। বক্তরা হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।