আমার ভাইয়ের লাশ নিয়ে কেউ রাজনীতি করবেন না

নিজস্ব সংবাদদাতাঃ আমার ভাইয়ের লাশ নিয়ে কেউ রাজনীতি করবেন না। সে ছাত্রজীবনে রাজনীতি করে থাকতে পারে। কিন্তু চাকুরির পূর্বেই (৭/৮ বছর ধরে) সে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলো না। আজ শুক্রবার সকালে জানাজার নামাজের পূর্বে নিহত শিক্ষকের বড়ভাই স্কুল শিক্ষক শাহ জালাল জমাদ্দার রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে উল্লেখিত কথাগুলো বলেছেন। নিহত স্কুল শিক্ষকের লাশের ময়নাতদন্তের পর আজ শুক্রবার সকাল নয়টায় তার দক্ষিণ চাঁদশী গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়। জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সূত্রমতে, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি ফরিদ জমাদ্দারকে স্কুলে যাওয়ার পথে কুপিয়ে হত্যা করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। এ ঘটনার পর ওইদিন দুপুরে প্রাইমারি শিক্ষক সমিতি ও স্থানীয় বিএনপির উদ্যোগে পৃথকভাবে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে এ হত্যাকান্ডের প্রতিবাদে আজ শুক্রবার গৌরনদীতে অর্ধবেলা হরতালের আহবান করা হলেও ঢিমেঢালে তা পালন করা হয়। দুপুর বারোটার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও জেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের নেতৃত্বে একটি মটরসাইকেল মহরা বের হলে গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন গয়নাঘাটা ব্রিজের কাছে পুলিশ তাদের বাঁধা দেয়।

হত্যকান্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের বড়ভাই ও স্কুল শিক্ষক শাহ জালাল জমাদ্দার বাদি হয়ে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নয়ন শরীফ, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সহসভাপতি কাজল হাওলাদারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অপরদিকে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল পরির্দশন করেন বরিশাল জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচারর্য্য। তিনি (পুলিশ সুপার) ঘটনাস্থল পরিদর্শন শেষে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও নিহতের পরিবারের সাথে আলাপ করে হত্যাকারীদের গ্রেফতারের জন্য আশ্বস্ত করেন।

উল্লেখ্য, সম্প্রতি সময়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুনামেন্টের খেলা চলাকালীন নিহত স্কুল শিক্ষক ফরিদ জমাদ্দারের সাথে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নয়ন শরীফের বাকবিতন্ডা হয়েছিলো। এ ঘটনার জেরধরে নয়ন শরীফ এ হত্যাকান্ডের ঘটনা ঘটাতে পারে বলে নিহতের পরিবার ধারনা করছেন।