আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥ পশ্চিম ঝালকাঠি গাউছেল আজম গাউছে পাক দরবার শরীফের বার্ষিক সম্মেলন আজ শুক্রবার। সকাল ৬টায় অনুষ্ঠান শুরু হয়ে দিনব্যাপী চলবে। অনুষ্ঠান উপরক্ষে পশ্চিম ঝালকাঠি গাউছেল আজম গাউছে পাক দরবার শরীফ নতুন সাজে সাজানো হয়েছে। বিগত ১৯৮৬ সাল থেকে হযরত আবদুল কাদের জিলানী (র:) অনুসারীরা পশ্চিম ঝালকাঠিতে নিজস্ব দরবারের মাধ্যমে তাদের ধমীর্য় কর্মকান্ড পরিচালনা করে আসছে। বিগত কয়েক বছর ধরে নেছারাবাদের সংগঠন আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদের ব্যানারে দরবারের কর্মকান্ড অনৈতিক দাবী করে বাঁধা দিয়ে আসছে। ২৩ সেপ্টেম্বরের বার্ষিক সম্মেলন উপলক্ষে দরবারের পক্ষে প্রশাসনের কাছে সম্মেলন উপলক্ষে অনুমতি ও নিরাপত্তা চেয়ে আবেদন করার পর ঐ সংগঠনের সভাপতি মাও: খলিলুর রহমান জেলা প্রশাসনের নিকট তা বন্ধের আবেদন করেন। এরুপ পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার উভয় পক্ষের উপস্থিতিতে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন।