আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥ সদর উপজেলার শেখেরহাট ইউনিয়ন নাগরিক সমাজের নেতা মিজানুর রহমান কমল কারামুক্তি লাভ করেছেন। বৃহস্পতিবার ঝালকাঠির একটি আদালত থেকে তিনি মুক্তি লাভ করেন। জানাগেছে, ঐ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন খান সুরুজের রোষানলের শিকার হয়ে মিথ্যা ঘটনায় পুলিশ কর্তৃক ৫৪ ধারায় গ্রেফতার হন কমল।
কারাগার থেকে বেড়িয়ে কমল অভিযোগ করেন শেখেরহাট ইউনিয়নের চেয়ারম্যান ও তার দোসররা এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করার ফলে ইউনিয়নটির জনগন নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। এছাড়া চেয়ারম্যান কর্তৃক এলাকার বহু প্রাচীন একটি মসজিদ ভাঙ্গাকে কেন্দ্র করে স্থানীয় সচেতন নাগরিক ও ধর্মপ্রান মুসুল্লীদের সাথে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় চেয়ারম্যান তার দলীয় লোকদের ম্যানেজ করে এলাকার নিরীহ ১০জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা দাড় করিয়ে প্রতিবাদ স্তব্ধ করে দিতে চাচ্ছেন।
অন্যদিকে চেয়ারম্যানের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষের বিপুল পরিমান জমি দখল করে পুকুর, ঘাটলা, বৈঠকখানা নির্মানের অভিযোগ রয়েছে। যাহা গত ৫-৯-১১ তারিখে ভুমি ব্যবস্থাপনা সেলের ৬৬২নং স্মারকে অপসারন করার জন্য বরিশাল বিভাগের নির্বাহী প্রকৌশলীকে দপ্তরটির উপ-সচিব (ভুমি) মো: সাইফুল হক খান নির্দেশ দেয়ার পর গতকাল বৃহস্পতিবার ভেঙ্গে ফেলার জন্য চেয়ারম্যানকে নোটিশ টানিয়ে দিয়েছেন। তার বড় ভাই রুহুল আমিন খান শেখেরহাটের খায়েরহাট শেরেবাংলা ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ে কেরানী থেকে পদোন্নতি পেয়ে সহকারী শিক্ষক হয়ে প্রধান শিক্ষকের মত গুরুত্বপূর্ন একটি পদ গত ৫বছর ধরে আঁকড়ে রেখেছিলেন। যা রীতিমত বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ ধবংসসহ সুনাম ঐতিহ্য ক্ষুন্ন করার সামিল। যা কেবল চেয়ারম্যানের ঈশারায়ই সংঘঠিত হয়েছে। স্থানীয় লোকজন ও বিদ্যালয়টির শিক্ষার্থী ও অভিভাবকরা সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোতে বারবার অভিযোগ করেও সুফল পায়নি। শেষে তারা বিদ্যালয়টির গেটে তালা ঝুলিয়ে দেয়ার পর বাধ্য হয়ে পদটির মোহ ছেড়ে দেন।
তিনি আরো জানান, চেয়ারম্যানের এ সকল অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে স্থানীয় সচেতন নাগরিক সমাজের ব্যানারে গত ১৫ সেপ্টেম্বর ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করা হলে এর পূর্ব রাতে ঝালকাঠি থানা মোড় এলাকা থেকে আমাকে সুরুজ নিজে রিকসা থামিয়ে ঝাপটে ধরে পুলিশ দিয়ে গ্রেফতার করায়। তিনি সুরুজের নানা অন্যায় অনিয়মের তদন্ত করে দেখার জন্য প্রশাসনের নিকট অনুরোধ করেছেন।