মামুনুর রশীদ নোমানী, বরিশালঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে।শনিবার সকাল ১০টার দিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (দোয়ারিকা) সেতুর পূর্ব পাড়ের ঢাল রহমতপুর এলাকা থেকে ওই লাশ উদ্ধার করে বরিশাল মেট্রোপলিটন বিমান বন্দর থানা পুলিশ।
বিমান বন্দর থানা সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সেখানে থেকে বিপুল পরিমান পাটকাঠি উদ্ধার করা হয়েছে। তিনি জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই যুবক পাটকাঠি নিয়ে বরিশালের উদ্দেশে আসছিলো বা বরিশাল থেকে টরকির উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে আটকের পর পরিধেয় জামা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে বলে জানান এসআই আবুল খায়ের।