মামুনুর রশীদ নোমানী, বরিশালঃ র্যাব-৮ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী সদর থানাধীন চরপাড়া এলাকায় বিপুল পরিমান অবৈধ বলবর্ধক ঔষধের ট্যাবলেট ও ফেন্সিডিল এনে বিত্র“য় করছে। সংবাদের প্রেক্ষিতে ২৩ সেপ্টেম্বর পটুয়াখালী ক্যাম্পের একটি অপারেশনাল দল চরপাড়া এলাকা হতে আসামী মোঃ সাইদুল ইসলাম (২৩), কে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৮ বোতল ফেন্সিডিল এবং মোঃ সালেহ আহম্মেদ ফারুক (৪৫), কে নিজ বাসাতে অভিনব পন্থায় রক্ষিত অবস্থায় ৪০০টি বলবর্ধক ট্যাবলেটের কৌটাসহ গ্রেফতার করা হয়। জব্দকৃত ফেন্সিডিল এবং ঔষধের সর্বমোট আনুমানিক মূল্য দুইলক্ষ চৌদ্দ হাজার পাচঁশত টাকা। গ্রেফতারকৃত দেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দুইজন দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থান থেকে ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল এবং অবৈধভাবে বলবর্ধক ট্যাবলেট সংগ্রহ করে পটুয়াখালী ও আশেপাশে এলাকায় সরবরাহ করে আসছিল।