উজিরপুরে নানক পুত্র সায়েমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল

নিজস্ব সংবাদদাতাঃ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের একমাত্র পুত্র সায়েমুর রহমান সায়েমের অকাল মৃত্যুতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আজ রবিবার বিকেলে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 

বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ধামুরা বন্দরের আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবুল কাসেম মিয়া, হাচেন আলী শরীফ, শাহজাহান মাষ্টার, যুবলীগ নেতা কুদ্দুস ফকির, ইমাম হোসেন সরদার, রবিউল তালুকদার, মাহবুব জমাদ্দার, ছাত্রলীগ নেতা সংগ্রাম খান, নান্না ফকির প্রমুখ। শেষে দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের সহশ্রাধীক নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।