নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ জমাদ্দার হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ আজ রবিবার দুপুরে যুবলীগ নেতা মুকুল হাওলাদারকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে রবিবার দুপুরে দিয়াশুর এলাকা থেকে মুকুল হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে সর্বদলীয় শিক্ষক সংগ্রাম কমিটির সাত দিনের কর্মসূচীর তৃতীয় দিনে কালোব্যাজ ধারনসহ প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়েছে।