দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ : বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নুর সাথে গতকাল ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন বাকেরগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন দাঁড়িয়াল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, দুধল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান নিজাম মাষ্টার, নিয়ামতি ইউপি চেয়ারম্যান কামাল তালুকদার, প্রেসক্লাব সভাপতি আল আমিন মিরাজ, সাধারন সম্পাদক দানিসুর রহমান লিমন, সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মাদ দীনু, সাংবাদিক এম.খলিলুর রহমান, এইচ এম শাহাদাত, সেলিম খান, জুয়েল তালুকদার, অহিদুজ্জামান পলাশ, মহিবুল্লাহ, নাদিম মাহমুদ প্রমুখ। শুভেচ্ছা বিনিময়কালে বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু নব-নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তিনি সাংবাদিকদের সততা ও নিরপেক্ষতার সাথে লেখার আহ্বান জানান।