জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল

রিয়াজ উদ্দিন, শাবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেতন বৃদ্ধির এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে জাতীয় ছাত্রদল জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলশাবিপ্রবি শাখা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি দুপুর ১২:৩০টায় কদমতলার বিপ্লবী পয়েন্ট থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে গোল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সভাপতি রিয়াজ মুহাম্মদ খানের  সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক যোগেশ দাস।

সমাবেশে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী সংস্থা আই এম এফ, বিশ্ব ব্যাংক, এডিবি এর পরিকল্পনা মোতাবেক শিক্ষার বাণিজ্যিকীকরন ও শিক্ষামুলক সেবাখাত থেকে ভর্তুকি প্রত্যাহারের লক্ষ্যে ২০০৬ সালে ইউ জি সি ২০ বছর মেয়াদী একটি গণবিরোধী কৌশল পত্র প্রণয়ন করে এই কৌশল পত্রে বলা হয় ২০২৬ সালের পর পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে সরকার কোন ভর্তুকি প্রদান করবেনা এবং শিক্ষার সরকারি সুযোগ সুবিধা সংকোচন করা হবে আর তা বাস্তবায়নের  লক্ষ্যে প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ছাত্র বেতন বৃদ্ধি করে চলছে। এরই আলোকে জগন্নাথ  বিশ্ববিদ্যালয় ২৭(৪) কবি নজরুল বিশ্ববিদ্যালয় ২৭(৩)  এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২৭(৩) ধারায় বলা হয় বিশ্ববিদ্যায়ের পৌন:পৌনিক ব্যয় বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরিণ ব্যয় থেকে নির্বাহ করতে হবে। তারই অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেমিষ্টার ফি ২০ হাজার টাকা করে অর্থাৎ প্রায় ৬০০% বৃদ্ধি করে। বিশ্ববিদ্যালয় কোন শিল্প প্রতিষ্ঠান না হওয়ায় এর একমাত্র আয়ের উৎস ছাত্র বেতন। এভাবে ছাত্র বেতন বৃদ্ধি হতে থাকলে এদেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তের সন্তানেরা মেধা থাকা সত্ত্বেও উচ্চশিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হবে। এ সত্য উপলদ্ধি করতে পেরে সকল ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য দাবী আদায়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় আন্দোলন চালিয়ে যাচ্ছিল। এ আন্দোলনকে দমন করার জন্য প্রশাসনের মদদে রাষ্ট্রীয় পেটোয়াবাহিনী পুলিশ ও সরকার দলীয় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন ছাত্রলীগ সাধারণ ছাত্রছাত্রীদের উপর বর্বরোচিত হামলা চালায়।

বক্তারা এধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাথে সাথে হামলা কারিদের উপযুক্ত শাস্তি প্রদান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর ২৭(৪), কবি নজরুল বিশ্ববিদ্যালয় ২৭(৩) এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২৭(৩) ধারা অভিলম্বে বাতিল কারার দাবি জানান । অন্যতায় সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে জাতীয় ছাত্রদল ছাত্র সমাজের উপর চাপিয়ে দেয়া সকল প্রকার অন্যায় সিদ্ধান্ত বাতিল করার জন্য দূর্বার ছাত্র-গণআন্দোলন গড়ে তুলবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি  প্রদীপ দত্ত, সহ-সাধারণ সম্পাদক মিঠুন গোস্বামী,  সৈকত শুভ প্রমুখ।