নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী পৌর এলাকার দক্ষিণ বিজয়পুর মহল্লায় সোমবার রাতে চিহ্নিত ছিনতাইকারীরা কুপিয়ে জখম করেছে এক প্রটকল চালককে। এসময় তার সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা গুরুতর আহতকে হাসপাতালে ভর্তি করেছেন। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগে জানা গেছে, দক্ষিণ বিজয়পুর মহল্লার ব্যবসায়ী ও প্রটকল চালক (ভাড়ার মটরসাইকেল চালক) আজমান শেখ (২২) স্থানীয় ইউসুফ আকনকে সাথে নিয়ে মটরসাইকেলযোগে ওইদিন রাত সাড়ে আটটার দিকে ব্যবসায়ীক মালামাল ক্রয়ের জন্য নগদ ২৭ হাজার টাকা নিয়ে টরকীর উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের বিজয়পুর এলাকায় দু’টি মটরসাইকেলযোগে একই মহল্লার সুজন হাওলাদারের নেতৃত্বে ৫ জনে তার পথরোধ করে। একপর্যায়ে তারা ইউসুফকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে চালক আজমানকে কুপিয়ে তার সাথে থাকা নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় ব্যবসায়ী আজমানের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা মটরসাইকেলযোগে দ্রুতস্থান ত্যাগ করে। রক্তাক্ত জখম অবস্থায় এলাকাবাসি আজমানকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ওইদিন রাতেই থানায় অভিযোগ দেয়া হয়েছে।