নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের গৌরনদীতে প্রাইমারী শিক্ষক ফরিদের খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে আজ মঙ্গলবার সর্বদলীয় শিক্ষক সংগ্রাম পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও কালকিনি উপজেলার কলেজ, হাইস্কুল, মাদ্রাসা ও প্রাইমারী স্কুলের শিক্ষকরা এ কর্মসূচীতে অংশগ্রহন করেন।
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে ঘন্টাকালব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সংগ্রাম পরিষদের আহবায়ক টি.এম আলতাফ হোসেন, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, কলেজ শিক্ষক সমিতির গৌরনদী শাখার সাধারন সম্পাদক আব্দুল আউয়াল লোকমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সহসভাপতি সৈয়দ আতাউর রহমান, আগৈলঝাড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সোহরাব হোসেন, উজিরপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গির কবির, কালকিনি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান, নিহত শিক্ষক ফরিদ জমাদ্দারের বড় ভাই স্কুল শিক্ষক মোঃ শাহজালাল জমাদ্দার প্রমূখ।
ওইদিন দুপুরে শিক্ষক নেতৃবৃন্দরা উপজেলা মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুসের সাথে সাক্ষাত করে দ্রুত খুনিদের গ্রেফতারের দাবি করেন। অন্যথায় তারা আরো কঠিন কর্মসূচী দেয়ার হুশিয়ারী দেন। এসময় সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস দ্রুত গতিতে প্রকৃত হত্যাকারীদের চিহিৃত করে গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন। শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে সন্ত্রাসীরা গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ জমাদ্দারকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর গৌরনদী প্রাইমারী শিক্ষক সমিতির উদ্যোগে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ক্লাস বর্জন, কালো ব্যাচ ধারন, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনসহ ৭ দিনের কর্মসূচি ঘোষনা করেন। আগামী ১ লা অক্টোবর থেকে আরো কঠোর কর্মসুচী পালনের সিন্ধান্ত ঘোষনা করেছেন শিক্ষক নেতৃবৃন্দরা। শিক্ষক ফরিদ জমাদ্দার খুন হওয়ার পর তার বড় ভাই শাহজালাল জমাদ্দার উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নয়ন শরীফকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও পুলিশ এখন পর্যন্ত আসামিদের গ্রেফতার করতে না পারায় ক্রমেই শিক্ষক, ছাত্র, অবিভাবক, সুশীল সমাজের লোকজন প্রতিবাদ মূখর হয়ে উঠেছে।