বরিশালে দু’দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন

শুভব্রত দত্ত, বরিশাল ॥ আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদ্যাপন উপলক্ষে আজমঙ্গলবার থেকে বরিশাল নগরীতে দু’দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) কর্তৃক আয়োজিত উক্ত মেলা নগরীর অশ্বিনী কুমার টাউন হলে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

মেলায় অংশগ্রহনকারী ব্র্যাক এডভোকেসির কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, আজ মঙ্গলবার সকাল দশটায় মেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি। উদ্বোধন শেষে সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস মেলার স্টলগুলো ঘুরে দেখেন। এ বছর মেলার আয়োজনে রয়েছে ১২ টি দোকান। দোকানগুলোর মধ্যে রয়েছে কৃষি তথ্য সার্ভিস, পাসর্পোট অফিস, তথ্য অধিদপ্তর, ব্র্যাক এডভোকেসি, যুব উন্নয়ন অধিদপ্তর, বাংলাদেশ ডাক বিভাগ, বাংলাদেশ পুলিশ, ইউএনডিপি, আইসিডিএ, নাগরিক উদ্যোগ, স্পিড ট্রাস্ট।

মেলার প্রথমদিনে স্কুল পর্যায় বির্তক প্রতিযোগীতা, ডকুমেন্টারী প্রদর্শনী, জারীগান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক প্রদর্শন করা হয়। মেলার শেষ দিনে বুধবার সকাল ১০ টায় বনার্ঢ্য র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক প্রদর্শন করা হবে। সমাপনীদিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল জেলা প্রশাসক মোঃ আরিফ-উর-রহমান।