বাপসনিঊজ/এলএনএসঃ লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালী গ্রামে ৫বছরের এক শিশুকে পাশবিক নির্যাতন করেছে দু’ বখাটে। গুরুতর আহত অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামে সোমবার সকাল সাড়ে ১০টার সময় তোফায়েলের পুত্র রহমান (১৫) ও ইউছুফ আলীর পুত্র মাসুদ প্রতিবেশী মোঃ সেলিমের ৫ বছরের শিশু পুত্র শুভকে ফুসলিয়ে একটি বাগানে নিয়ে পালাক্রমে বলৎকার করে। এতে শিশুটির আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বখাটেরা শিশুটিকে রেখে পালিয়ে যায়। পরে তারা শিশুটিকে উদ্ধার করে লাহারকান্দি ইউপি কার্যালয়ে নিয়ে আসলে চেয়ারম্যান মোশারফ হোসেন মশু তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে চেয়ারম্যান জানান, ভিকটিমকে ইউপি কার্যালয়ে আনার পরে গুরুতর অবস্থার কারণে তাৎক্ষনিক তাকে সদর হাসপাতালে চিকিৎস্যার জন্য পাঠানো হয়েছে। তার অভিভাবকদের পুলিশি ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।