আগৈলঝাড়ায় এলজিইডি সড়কে সবুজ বনায়ন প্রকল্পের গাছ লুটের অভিযোগ

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ আগৈলঝাড়ায় এলজিইডি সড়কের সবুজ বনায়ন প্রকল্পের অর্ধ লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। এলজিইডি বা বন বিভাগ কোন ব্যাবস্থাই নেয়নি।

স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার ছয়গ্রাম-মাহিলাড়া সড়কে বন বিভাগের সবুজ বেষ্টনি প্রকল্পের আওতায় রতœপুর ইউনিয়নের রতœপুর গ্রামের প্রভাবশালি ইদ্রিস কবিরাজ গত রোববার বিভিন্ন প্রজাতির ১২-১৫টি গাছ কেটে নিয়েছ্ েযার আনুমানিক মূল্য অর্ধ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে স্থানীয়রা। গাছ কেটে নেয়ার ঘটনা স্থানীয়রা সংশ্লিষ্ঠ এলজিইডি ও বন বিভাগকে একাধিকবার জানালেও তারা অজ্ঞাত কারণে কোন ব্যাবস্থাই নেয়নি বলে অভিযোগ করেন। এব্যাপারে ইদ্রিস বলেন, রতœপুর ইউনিয়ন চেয়ারম্যান তার পরিষদের জন্য আসবাবপত্র বানাতে গাছ কাটতে বলেছে। রতœপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার জানান, ওই সড়কটি গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন পরিষদ সরকার থেকে লিজ নিয়েছে। ওই পরিষদের কাছে চেয়ে ৫ টি গাছ আসবাবপত্র বানানোর জন্য নেয়া হয়েছে।