উম্মে রুম্মান, বরিশাল ॥ বরিশাল নগরীর ঝাউতলা তৃতীয় গলি থেকে চাপাতিসহ পায়েল জমাদ্দার (১৮) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। সে কাউনিয়া জানকিসিংহ রোডের ভাড়াটিয়া বাসিন্দা আব্দুল জলিলের ছেলে।
মঙ্গলবার র্যাব ঝাউতলায় অভিযান চালিয়ে পায়েলকে আটক করে। কার নিকট থেকে উদ্ধার করা হয় একটি ধারালো অস্ত্র। জিজ্ঞাসাবাদে সে তার সহযোগি নিপু, ছাব্বির, সোহান, তাজ ও আরিফকে নিয়ে নগরীর বিভিন্ন স্থানে ছিনতাই করার কথা স্বীকার করেছে। আটককৃতকে কোতোয়ালী থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।