নিজস্ব সংবাদদাতাঃ আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট নদী থেকে আজ বুধবার দুপুরে ভাসমান অবস্থায় কালকিনি উপজেলার শশীকর গ্রামের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি (অতিরিক্ত দায়িত্বে) এস.আই জসিম উদ্দিন জানান, আজ বুধবার দুপুরে স্থানীয়রা পয়সারহাট নদীতে ভাসমান অবস্থায় এক কিশোরীর বিবস্ত্র লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভাসমান কিশোরীর লাশ উদ্ধার করে। এ খবর মুহুর্তের মধ্যে সর্বত্র ছড়িয়ে পরলে আজ বিকেলে হতভাগ্য কিশোরীর পিতা কালকিনি উপজেলার শশীকর গ্রামের কাঠমিস্ত্রি পরিমল সরকার উদ্ধার করা লাশ তার নিখোঁজ কন্যা রিক্তার বলে সনাক্ত করেন।
জানা গেছে, গত ৫ দিন পূর্বে (শনিবার রাতে) প্রকৃতির ডাকে সারাদিতে ঘরের বাহিরে বেরিয়ে রহস্যজনক ভাবে এসএসসি পরীক্ষার্থী রিক্তা সরকার (১৭) নিখোঁজ হয়। এরপর তার আর কোন সন্ধ্যান মেলেনি। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা অপহরনের পর স্কুল ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। পরবর্তীতে দুস্কৃতকারীরা তার লাশ নদীর পানিতে ভাসিয়ে দিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।