নিজস্ব সংবাদদাতাঃ গৌরনদী পৌরসভার আশোকাঠীতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আট বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, পৌরসভার দিয়াশুর মহল্লার ব্যবসায়ী মনির হাওলাদারের আট বছরের শিশু পুত্র কাইয়ুম মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) তার নানা বাড়ি আশোকাঠীতে বেড়াতে আসে। ওইদিন সন্ধ্যায় খেলার ছলে কাইয়ুম তার নানা বাড়ির পাশ্ববর্তী একটি গাছে ওঠে। ওই গাছের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের সাইড লাইনের ছেঁড়া তারে জড়িয়ে কাউয়ুমের মর্মান্তিক মৃত্যু হয়।