নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলকাঠী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত) ফরিদ জমাদ্দারের স্মরনে আজ বুধবার বিকেলে স্মরন সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পিঙ্গলকাঠী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত স্মরনসভায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জি.এম হারুন মৃধার সভাপতিত্বে স্মরন সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ চুন্নু মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি টি.এম আলতাফ হোসেন। বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মোঃ জামাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কুতুব উদ্দিন আহম্মেদ, সিনিয়র সভাপতি মোঃ মুনসুর আহম্মেদ, শিক্ষক মিজানুর রহমান, সফিকুল আলম, শওকত হোসেন, সেলিম আহম্মেদ, ছাত্র অভিভাবক রুহুল আমীন সরদার, কাজী আওলাদুল ইসলাম, রেহানা বেগম প্রমুখ। শেষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
শিক্ষক ফরিদ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে উপজেলা শিক্ষক সমিতির ঘোষিত সাত দিনের কর্মসূচীর মধ্যে আজ বুধবার প্রত্যেকটি স্কুলে কালো পতাকা উত্তোলন কর্মসূচী পালিত হয়েছে।