নিজস্ব সংবাদদাতা ॥ আগৈলঝাড়া উপজেলার সোমাইরপাড় ও বাকপাড়া গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় ওইসব গ্রামের কোমলমতি শিশুরা প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত রয়েছেন। ফলে ওই দুটি গ্রামে ক্রমেই শিক্ষার হার নিন্মস্তরে নেমে যাচ্ছে। গ্রামের মধ্যে প্রাথমিক বিদ্যালয় না থাকায় দুরে গিয়ে কোমলমতি শিশুরা পড়াশুনা করতে চাচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫টি, রেজিষ্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২৪টি ও কমিউনিটি বিদ্যালয়ের সংখ্যা ৫টি। এরপরে ও এ উপজেলার বাগধা ইউনিয়নের সোমাইরপাড় ও বাকাল ইউনিয়নে বাকপাড়া গ্রামে প্রাথমিক বিদ্যালয় না থাকায় এখানকার শিশুরা দীর্ঘদিন থেকে শিক্ষার আলো থেকে বঞ্চিত রয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম হারুন অর রশিদ ওই দু’গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ওই দুটি গ্রামে জরুরি ভিত্তিতে বিদ্যালয় নির্মানের জন্য জমি নির্ধারণ করে সংশ্লিষ্ট দপ্তরে কাগজপত্র পাঠিয়েছি। বরাদ্দ পাওয়া গেলেই সরকারি ভাবে প্রাথমিক বিদ্যালয় নির্মান করে উন্নয়ন বঞ্চিত সোমাইরপাড় ও বাকপাড়া গ্রামের কোমলমতি শিশুদের পড়াশুনার মান উন্নয়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।