আগৈলঝাড়া প্রতিনিধিঃ আগৈলঝাড়া উপজেলার কাঠিরা গ্রামের হিমাংশু বাড়ৈর ছেলে গীটার শিল্পী হিউবার্ট বাড়ৈর দুচোখ জুড়ে স্বপ্ন ছিল সংগীত পিপাষু মানুষদের গীটার অভিজ্ঞতা সঞ্চারের জন্য একটি গীটার স্কুল প্রতিষ্ঠা করবেন। গীটার শিল্পী হিসেবে উপজেলাসহ সমগ্র বরিশালে তার সুনাম ছিল সর্বত্র। গীটার স্কুল খোলার জন্য ঘর নির্মাণ, বিজ্ঞাপন, ছাত্রসংগ্রহ সহ সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন এ সময় ঘাতক বিদ্যুৎ কেড়ে নিল শিল্পী হিউবার্টের জীবন। গীটার স্কুল খোলার স্বপ্ন পূরণ হলনা শিল্পী হিউবার্টের।
জানাগেছে, গত ৩০ সেপ্টেম্বর ২০০৯ ইং সালে ভোররাতে উপজেলার মরান্দিরপাড় গ্রামে রাতের বেলা পল্লীবিদ্যুতের তার ছিড়ে যায়। পল্লীবিদ্যুৎ অফিসকে বার বার এ খবর জানানো হলেও তারা ঘটনা স্থলে যায়নি। ঐদিন দিবাগত রাতে শিল্পী হিউবার্ট (৩৯) গান গাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে বাড়ির সামনে গেলে মাটিতে পরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর অভিযোগ, পল্লী বিদ্যুতের এই খামখেয়ালীর কারণেই শিল্পী হিউবার্ট বাড়ৈকে অকালে প্রাণ হারাতে হল। শিল্পী হিউবার্টের মৃত্যুতে একাকায় শোকের ছায়া নেমে এসেছিল।