নিজস্ব সংবাদদাতাঃ গৌরনদী থানা পুলিশ গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃ জেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আজ বৃহস্পতিবার বরিশাল আদালতে সোর্পদ করেছে।
পুলিশ জানায়, গত কয়েকদিন যাবত থানার বিভিন্ন এলাকায় একই ভাবে দুর্ধষ চুরি সংঘটিত হয়। সংঘবদ্ধ চোরদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে নামেন। বুধবার রাতে বিভিন্ন এলাকায় অযিান চালিয়ে দিয়াসুর থেকে নাছিম সিকদার (৩৬), কটকস্থল থেকেরুমন সরদার (২৫) ও দেলোয়ার ফকিরকে (৪০) গ্রেপ্তার করে।গৌরনদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃ জেলা চোর চক্রের সদস্য। গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে গতকাল বরিশাল আদালতে সোর্পদ করেছে।