নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের উজিরপুর উপজেলায় ধামুড়ায় এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর দায়ে মাছুম মাজুমদার নামে এক মাদ্রাসার ছাত্রকে ৩ মাসের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রম্যমান আদালত। গতকাল বৃহ:বার সন্ধায় ভ্রাম্যমান আদালতের বিচারক উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়সিন্ধু তালুকদার এ রায় প্রদান করেন।
জানা গেছে, ধামুড়া বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর মেধাবী স্কুল ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে দক্ষিণ ধামুড়া গ্রামের সেকান্দার মজুমদারের বখাটে পুত্র বাহেরঘাট মাদ্রাসার ছাত্র মাছুম উত্যক্ত করত। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা স্কুল ম্যানেজিং কমিটির কাছে লিখিত অভিযোগ করেন। ম্যানেজিং কমিটি বিষয়টি পুলিশকে অবহিত করলে ধামুড়া ক্যাম্পের পুলিশ বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার সময় ওই ছাত্রীকে নানা ভাবে উত্যক্ত করার সময় বখাটে মাছুমকে আটক করে। দুপুরে পুলিশ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালত কার্যালয়ে নিয়ে যায়। ভ্রাম্যমান আদালত উল্লেখিত রায় প্রদান করেন।