নিজস্ব সংবাদদাতা ॥ মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর বরিশালের গৌরনদী সার্কেলের উদ্যোগে ও থানা পুলিশের সহযোগীতায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে।
গৌরনদী থানার এস.আই শাহজালাল খলিফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর গৌরনদী সার্কেলের পরিদর্শক মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে পৌর এলাকার সুন্দরী মহল্লার তৈয়ব আলী সরদারের পুত্র নবিন সরদারের বসত ঘরে অভিযান চালানো হয়। এসময় ঘরের বিছানার নিচ থেকে ২০ গ্রাম ওজনের ৪ পুরিয়া হেরোইন যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা ও ৭ পিচ ইয়াবা ট্যাবলেট যার আনুমানিক মূল্য ২৮’শ টাকা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেননি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।