শাবি’র সমাজকর্ম বিভাগের এ্যালামনাই কমিটি গঠন

রিয়াজ উদ্দিন, শাবিঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের দেড় যুগ পূর্তি  উৎসব উপলক্ষ্যে  ২৬ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫ টায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে ‘সমাজকর্ম এ্যালামনাই এসোসিয়েশন সাস্ট-১১’ এর বার্ষিক সাধারণ সভায় উক্ত কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে আহবায়ক পদে মনোনীত হন বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী ও বর্তমান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন,যুগ্ম আহবায়ক পদে একই ব্যাচের শিক্ষার্থী ও বিভাগের সহকারী অধ্যাপক শফিকুর রহমান চৌধুরী ও সিলেট সরকারী মহিলা কলেজের প্রভাষক ও বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ড. শামীম খান। কোষাধ্যক্ষ হলেন বিভাগের ৫ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান প্রভাষক ফখরুল আলম। এ ছাড়া মনোনীত সদস্য হলেন বিভাগের ১ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার আব্দুর রশীদ,৪র্থ ব্যাচের শিক্ষার্থী ও শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব আজিজুল ইসলাম শামীম,এস এম মাহমুদ,সেলিনা চৌধুরী,ফারজানা জাহান ফেরদৌসী,ফাহমিদা,মো: জিল্লুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভাগের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। উক্ত সভায় দেড় পূর্তি অনুষ্ঠান উপলক্ষ্যে রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয় এবং রেজিস্ট্রেশন ফি সাপেক্ষে আনুষ্ঠানিক সদস্য পদ লাভের জন্য বিভাগের সকল প্রাক্তন শিক্ষার্থীদের অনুরোধ করা হয়। পরবর্তী কার্যকরী সভায় দেড় যুগ পূর্তি অনুষ্ঠানের সময় সূচী জানানো হবে।