ইসির একতরফা পুনর্গঠন বিএনপি মানবে না -মির্জা ফখরুল

খোন্দকার কাওছার হোসেন : নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে ভাল ফল পাওয়া যাবে না বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার একতরফা ভাবে নির্বাচন কমিশন পুনর্গঠন করলে বিএনপি তা মেনে নেবে না।

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কানাডা থেকে প্রকাশিত অনলাইন বাংলা সংবাদ নবদ্বীপনিউজ২৪ ডটকম এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

ফখরুল বলেন, অনলাইন পত্রিকার মধ্য দিয়ে এম এইচ মামুন একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের মানুষকে সচেতন করতে সক্ষম হবেন। সাংবাদিকতায় একটি নতুন অধ্যয়ের সূচনা করবে। আশা করি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সাংবাদিকতাকে আরও গতিশীল করবে এই মাধ্যম।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বিরোধীদলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি এখন পর্যন্ত এ বিষয়ে কিছুই জানে না

তিস্তা পানি চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, আমরা আগেই বলেছি নতজানু পররাষ্ট্রনীতির কারণে মনমোহনের সফর ব্যর্থ হয়েছে। সরকার যদি ভারতকে প্রভু মনে করে তাহলে এই চুক্তি তাদের দিয়ে সম্ভব নয়।  

তিনি বলেন, তিস্তার পানি চুক্তিতে কিছু বার্গেইনিং টিপস ছিল করিডোর   (ট্রানজিট) এর মাধ্যমে ভারতের সঙ্গে দরকষাকষি করা যেত। কিন্তু সরকার সেটি কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ভারতকে অলিখিতভাবে করিডোর দেয়া হয়েছে। কিন্তু আমরা তিস্তার পানি পাইনি। পররাষ্ট্রমন্ত্রী গণক নন এ কথা আমরা জানি। কিন্তু ভারতের সঙ্গে চুক্তি না হওয়ায় তিনি ব্যর্থ হয়েছেন।