না দেখেই ইভিএমের বিরোধিতা করছে বিএনপি -ইসি সাখাওয়াত হোসেন

খোন্দকার কাওছার হোসেন : ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারে কারচুপির সুযোগ নেই দাবি করে এ নিয়ে বিএনপির বিরোধিতার সমালোচনা করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

ইভিএমের বিরোধিতা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, সরকার আগামী নির্বাচনে ডিজিটাল কারচুপি করতে ইভিএম চালুর চেষ্টা করছে। এটা মেনে নেয়া হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার না করার দাবিও জানান ফখরুল।

ফখরুলের বক্তব্যের সমালোচনা করে গতকাল বুধবার দুপুরে ইসি সচিবালয়ে সাংবাদিকদের  সঙ্গে আলাপকালে ইসি সাখাওয়াত বলেন, বিএনপি ইভিএমের প্রক্রিয়াটি না দেখেই এর বিরোধিতা করছে।

নির্বাচন কমিশন এ বছরের মাঝামাঝিতে ইভিএম ব্যবহার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে। কিন্তু বিএনপি ওই সংলাপে যায়নি।

সাখাওয়াত বলেন, আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কি না, তা পরবর্তী নির্বাচন কমিশনই ঠিক করবে। তবে আমরা প্রস্তুতি রেখে যাবো।

উল্লেখ্য, আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭টি ওয়ার্ডের মধ্যে নয়টিতে ইভিএম ব্যবহার হচ্ছে। এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনেও একটি ওয়ার্ডে ইভিএম ব্যবহার হয়েছিলো।