বিশেষ প্রতিনিধি : বরিশাল সর্কিট হাউজে গতকাল বৃহস্পতিবার সকালে তথ্য সচিব হেদায়েতুল্লাহ আল-মামুনকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক শাহনামা’র সম্পাদক আলহাজ্ব কাজী আবুল কালাম আজাদ ও প্রধান বার্তা সম্পাদক মামুনুর রশীদ নোমানী। এসময় শাহনামার অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তথ্য সচিব শাহনামার সম্পাদক ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, শাহনামার এগিয়ে চলার ২১ বছর জেনে আমি খুবই আনন্দিত। পূর্বের ন্যায় আগামি দিনেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে শাহনামা আরো এগিয়ে যাক এটাই আমি আশা করছি। তিনি শাহনামার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।