ভারতে ট্রেনে কাটা পড়ে পুত্রসহ গৌরনদীর এক গৃহবধু নিহত

নিজস্ব সংবাদদাতাঃ ভারতের অন্ধ প্রদেশের পূর্ব গোদাভাং জেলা শহরে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার বংকুরা গ্রামের রাজমিস্ত্রী জাকির হোসেনের স্ত্রী জানু বেগম (২৮) ও তার পুত্র জাহিদ হাসান (১১)। এসময় গুরুতর আহত হয়েছে তার কন্যা বৈশাখী (৬)।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম জানান, গত ২ অক্টোবর জানু বেগম খুলনার বস্তি থেকে পুত্র জাহিদ ও কন্যা বৈশাখীসহ নিখোঁজ হয়। ৪ অক্টোবর রাতে ভারতের গোদাভাং জেলা শহরের রেলষ্টেশনের সন্নিকটে ট্রেনে কাটা পড়ে নিহত হন জানু বেগম ও জাহিদ হাসান। এসময় গুরুতর আহত হয় কন্যা বৈশাখী। গোদাভং ষ্টেশন পুলিশ তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আহত বৈশাখীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত গৃহবধুর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে ভারতের পুলিশ লাশ সনাক্ত করতে সক্ষম হয়। ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন থেকে ট্রেন দুর্ঘটনার সংবাদ প্রাপ্তির পর গৌরনদী থানা পুলিশ শনিবার দুপুরে নিহতদের পরিবারকে বিষয়টি অবহিত করেন।