স্কুল শিক্ষকের বেত্রাঘাতে হাসপাতালে শষ্যাশয়ী নবম শ্রেনীর এক ছাত্রী

আফরোজা

নিজস্ব সংবাদদাতাঃ প্রাইভেট না পড়ার ক্ষিপ্ত হয়ে আজ বুধবার দুপুরে ক্লাশ চলাকালীন সময় নবম শ্রেনীর এক ছাত্রীকে বেত্রাঘাত করে গুরুতর আহত করেছে বিএসসি গণিত শিক্ষক মনির হোসেন। এতে ওই ছাত্রী জ্ঞানশূণ্য হয়ে পরলে পল্লী চিকিৎসক দিয়ে তাকে প্রথমে স্কুলে চিকিৎসা করানোর পরেও কোন সুফল না পেয়ে ওইদিন বিকেলে জ্ঞানশূণ্য অবস্থায় স্কুল ছাত্রী আফরোজা খানমকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে।

স্কুল ছাত্রীর মা শিল্পী বেগম তার মেয়ের উদ্বৃতি দিয়ে জানান, কয়েকদিন ধরে স্কুলের বিএসসি গণিত শিক্ষক মোঃ মনির হোসেন আফরোজাকে তার কাছে প্রাইভেট পড়তে বলেন। পরিবারের আর্থিক দৈন্যতায় মনির হোসেনের কাছে প্রাইভেট না পড়ার কথা জানালে সে ক্ষিপ্ত হয়।

নবম শ্রেনীর ক্যাপ্টেন ও আহত স্কুল ছাত্রীর সহপাঠী সুমাইয়া খানম জানায়, আজ বুধবার গণিতের ক্লাশ চলাকালীন সময় কোন কিছু না বলেই শিক্ষক মনির হোসেন আফরোজা খানমকে বেত্রাঘাত করা শুরু করেন। এতে আফরোজা জ্ঞাণশূণ্য হয়ে পরে। সহপাঠীদের কাছে বেত্রাঘাতের খবর শুনে স্কুলের অন্যান্য শিক্ষকেরা প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসক এনে স্কুলের মধ্যে বসে আফরোজার চিকিৎসা করায়। এতেও সে জ্ঞান ফিরে না পাওয়ায় ওইদিন বিকেলে স্কুলের শিক্ষক জামাল হোসেন ও আফরোজার সহপাঠীরা জ্ঞানশূণ্য অবস্থায় স্কুলে ছাত্রীকে গৌরনদী হাসপাতালে ভর্তি করেন। এ রির্পোট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে পাঁচটা) স্কুল ছাত্রী আফরোজার জ্ঞাণ ফিরে আসেনি।

উল্লেখ্য, এছাড়াও বিএসসি গণিত মনির হোসেনের বিরুদ্ধে আপত্তিকর একাধিক অভিযোগ রয়েছে। স্কুলের শিক্ষার্থীরা গণিত শিক্ষক মনির হোসেনকে অপসারনের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।