মোঃ বিল্লাল হোসেন, কালকিনিঃ মাদারীপুরের কালকিনিতে ঐতিহ্যবাহী ফাসিয়াতলা বাজারের বণিক সমিতির সভাপতির উপর হামলার প্রতিবাদে প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে আজ বুধবার বিকালে ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রেখে বাজারের সড়কে এই প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাবেক উপজেলা চেয়ারম্যান ইউনুস সরদারের ভাই ফাসিয়াতলা বাজার বণিক সমিতির সভাপতি লোকমান সরদার গত ১০ অক্টোবর রাতে বাজার থেকে বাড়ি যাওয়ার সময় সন্ত্রাসীরা হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। তার চিৎকার শুনে বাজারের ব্যবসায়ীরা ও স্থানীয় লোকজন ৫জনকে ধরে পুলিশের হাতে সোর্পদ করে। কিন্তু পুলিশ তাদের অদৃশ্য কারণে ছেড়ে দেয়।
প্রতিবাদসভায় স্থানীয়দের পক্ষ থেকে লিখিত বক্তব্য রাখেন মেহেদী হাসান মিন্টু। তিনি জানান, আহত হয়ে লোকমান সরদার মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। থানায় মামলা হলেও পুলিশ আসামীদের গ্রেফতার করছে না। এছাড়াও বক্তব্য রাখেন বণিক সমিতির সাধারণ সম্পাদক জিন্নাত আলী হাওলাদার ও কালীনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক এনামুল হকসহ অন্যান্যরা।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) আশফাক বলেন, থানায় মামলা হওয়ার পরেই একজন আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। কাউকে ছেড়ে দেয়ার অভিযোগ ঠিক নয়।