গৌরনদীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন – স্মারকলিপি পেশ
নিজস্ব সংবাদদাতাঃ যুদ্ধাপরাধীদের পক্ষে সাফাই গেয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বক্তব্য দেয়ার প্রতিবাদে রবিবার সকালে বরিশালের গৌরনদীতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে সকাল দশটায় উপজেলা চত্বরে মানববন্ধন শেষে শহীদ মিনারের এক সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলাউদ্দিন বালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, ডেপুটি কমান্ডার মনিরুল ইসলাম, আনোয়ার হোসেন, আব্দুল হক ঘরামী, রাজ্জাক চোকদার, গোলাম মোস্তফা, মেজবা উদ্দিন আকন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, ইসমত হোসেন রাসু, মুক্তিযোদ্ধার সন্তান রফিকুল হাসান সবুজ, বাদল চক্রবর্তী প্রমুখ। শেষে যুদ্ধাপরধীদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে স্মারকলিপি পেশ করা হয়।