গৌরনদীতে দু’মাদ্রাসা ছাত্রের ওপর বখাটেদের হামলা ॥ গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতাঃ ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ করায় বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম সাওড়া আলিম মাদ্রাসার দু’ছাত্রের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ দু’হামলাকারী বখাটেকে গ্রেফতার করেছে।

মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল জলিল জানান, গোবর্দ্ধন গ্রামের বখাটে রবিউল, জিয়াউল হক, রিয়াজ উদ্দিন, লিমন মেহেদী, মাসুম খান, রাসেল, সাইদুল ইসলামসহ তাদের সহযোগীরা শনিবার মাদ্রাসায় প্রবেশ করে ছাত্রীদের বিভিন্ন ধরনের উত্যক্ত করে। এ সময় তাদের বাঁধা প্রদান করে মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী হাফিজুর খলিফা ও খলিলুর রহমান। এতে ক্ষিপ্ত হয়ে রবিবার সকালে হাফিজুর খলিফা মাদ্রাসায় আসার পথিমধ্যে নাঠৈ গ্রামের শরিফ বাড়ির সন্নিকটে পৌঁছলে বখাটেরা তার ওপর অর্তকিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে অপর ছাত্র খলিলুর রহমান ঘটনাস্থলে পৌঁছলে বখাটেরা তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে। তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে গৌরনদী হপাসাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল জলিল বাদি হয়ে ওইদিন দুপুরে ৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওইদিন বিকেলে অভিযান চালিয়ে হামলাকারী জিয়াউল হক ও মাসুম খানকে গ্রেফতার করেছে।